জয়পুরহাট প্রতিনিধি: ওমর আলী বাবু >
‘দুগ্ধ-হৃষ্টপুষ্ট করণ শিল্পের সাথে যুক্ত’ – এই প্রতিপাদ্য কে সামনে রেখে জয়পুরহাটে প্রথম বারের মত খামারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন প্রাণিস¤পদ অধিদপ্তর এর মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় প্রাণিস¤পদ দফতরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম, প্রাণিস¤পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এনডিডিপি) চীপ টেকনিক্যাল কো-অডিনেটর ড. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক জাকির হোসেন মন্ডল, জেলা প্রাণিস¤পদ অফিসার ডা. মাহফুজার রহমান, বাংলাদেশ ডেইলি ফার্মারস এসোসিয়েশনের সাধারণ স¤পাদক শাহ ইমরান, এসোসিয়েশনের অন্যতম নেতা ও সংবর্ধনা-বাস্তবায়ন কমিটির আহবায়ক খিজির হায়াত সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খামারীরা।
অনুষ্ঠানে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ ও দেশ সেরা ডেইরী আইকন নির্বাচিত অরণ্য এগ্রো এর স্বত্তাধিকারী ও ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি শাদমান আলিফ মিম রায়হান জয় কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।
এছাড়াও জয়পুরহাট জেলায় আদর্শ খামারী ক্যাটাগড়িতে স›িজব ঘোষ, পাঁচবিবির আহনাফ এগ্রোর নবীন-নারী উদ্যোক্তা ক্যাটাগড়িতে কানিজ ফাতেমা, জয়পুরহাটের নারী উদ্যেক্তা ফাতেমা আলম ও আদর্শ দুগ্ধ প্রক্রিয়াজাতকরন উদ্যোক্তা ক্যাটাগড়িতে হিরালাল সাহাসহ ৪ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথি মহাপরিচালক ড. মনজুর মোহাম্মদ শাহজাদা বলেন, বর্তমান সরকার খাদ্য মূল্য কমাতে কাজ করছে। খামারী বাঁচলে, বাঁচবে দেশ। খামারীদের একটি ব্রান্ড করতে প্রযুক্তিসহ সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
তিনি আরো বলেন, করোনা প্রটেকশন করতে দুধ ও ডিম খেতে নিদের্শ প্রদান করা হয়েছিল। করোনা সময়ে এ সেকশন চলমান ছিল। খামারিদের সুখে-দুঃখে পাশে থাকার আশা ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধ ভাবে সকল খামারীদের নিয়ে উন্নত নিরাপদ আমিষ দুগ্ধজাত শিল্পকে আরো এগিয়ে নেওয়ার আহবান জানান।
মন্তব্য করুন