ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসে জমির রায় পাওয়ার পরেও আবারও সমন I

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসে জমির রায় পাওয়ার পরেও আবারও সমন দেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, ঘোড়াঘাট পৌর চমবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত বালক কর্মকারের ছেলে নরেন কর্মকার তার পৈত্রিক বাড়ির জায়গা ও কবর স্থান ১৪শতাংশ জমি যার সাবেক দাগ-৮৪১ ও হাল দাগ- ৭৪৭, ঘোড়াঘাটে জমির জরিপ শুরু থেকে ৩০ ধারা ৩১ ধারায় রায় পান। ওই জমি বর্তমান ঘোড়াঘাটে সেটেলমেন্ট অফিসে দায়িত্বে থাকা অফিসার নুরুল ইসলাম সরকার পৈত্রিক জমি রায় পাওয়া নরেন কর্মকারকে সমন দিয়ে ওই জমি থেকে নাম কেটে দিবেন বলে হুমকী দেয় ও সেটেলমেন্ট অফিসার নুরুল ইসলাম সরকার গতকাল বিকেলে নিজেই জমিতে গিয়ে জমি মাপা শুরু করেন। এ ব্যাপারে স্থানীয় লোকজন সেটেলমেন্ট অফিসার নুরুল ইসলাম সরকারকে বলেন আপনি নিজেই জমি মাপতে পারেন?। আমরা ব্যাপারটি দিনাজপুর জোনাল অফিসারকে অবগত করব বলে জানালে সে জমি থেকে তড়িঘড়ি করে চলে যান।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।