নবাবগঞ্জ নিউজ স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের হাকিমপুর,বিরামপুর,নবাবগঞ্জ ও ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার উপজেলায় আইন শৃংখলা রক্ষায় অঙ্গীভূত পুলিশ,আনসার ও ভিডিপি সদস্য / সদস্যাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়ের আয়োজনে পৃথক পৃথক উপজেলা পরিষদ চত্বরে এই পুলিশ,আনসার ও ভিডিপি সদস্য / সদস্যাদের ব্রিফিং প্রদান করা হয়।
হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে পুলিশ,আনসার ও ভিডিপি সদস্য / সদস্যাদের ব্রিফিং করেন হাকিমপুুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম ও থানার ওসি আবু সামেয় মিয়া।
বিরামপুর উপজেলার আনসার মাঠে পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত হওয়ার প্রাক্কালে পুলিশ ও আনসার সদস্যদের মাঝে আইন শৃংখলা নিয়ন্ত্রণ বিষয়ক ব্রিফিং প্যারেডে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ এ কে এম ওহিদুন্নবী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পুলিশ ও আনসার সদস্যদের মাঝে আইন শৃংখলা নিয়ন্ত্রণ বিষয়ক ব্রিফিং প্যারেডে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ সোম ও থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।
ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে পুলিশ ও আনসার সদস্যদের মাঝে আইন শৃংখলা নিয়ন্ত্রণ বিষয়ক ব্রিফিং প্যারেডে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলম ও থানার ওসি আবু হাসান কবির। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা পূজা উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।
মন্তব্য করুন