জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা রফিক বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারন সম্পাদক নির্বাচিত ।

Spread the love

জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু  >

জয়পুরহাট শহরের বাস টার্মিনাল চত্বরে বৃহস্পতিবার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
বিশেষ অতিথি’র বক্তব্যদেন জেলা বাস- মিনিবাস মালিক গ্রæপের সভাপতি আনিছুর রহমান লিটন, রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের শ্রম সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজ সরদার, শ্রমিক নেতা হামিদুল ইসলাম, ফজলুর রহমান সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
সাধারণ সভায় মৃত শ্রমিকদের জন্য ৪০ হাজার টাকা অনুদান, শ্রমিকের মেয়ের বিয়ের জন্য ৬ হাজার টাকা, শ্রমিকদের বয়স্ক ভাতা, শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বই ক্রয়ের অনুদান প্রদানের সিদ্ধান্ত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। এছাড়া ইউনিয়নের নির্বাচন পরিচালনার করার জন্য জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাককে নির্বাচন পরিচালনার কমিটির চেয়ারম্যান হিসেবে নাম ঘোষনা করা হয়। সভা শেষে ২০২৩-২৫ মেয়াদের জন্য জেলা মটর ইউনিয়নের সাধারন সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক এর নাম ঘোষণা করলে তার বিপরীতে কোন প্রার্থী না থাকায় পুনরায় রফিককে সাধারন সম্পাদক এর নাম ঘোষনা করে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।