নবাবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত I

Spread the love


ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার
‘দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহাড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ভুমিকম্প ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ভুমিকম্প ও অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটলে তা থেকে পরিত্রানের উপায় সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন।
পরে নবাবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসেরকর্মীরা স্কুল-এলাকাবাসীদের ভূমিকম্প,অগ্নিকান্ডসহ বিভিন্ন দূর্যোগে মোকাবেলায় মহাড়ার আয়োজন করে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।