ঘোড়াঘাটে এমপির করে দেয়া কাঁঠের ব্রীজটি নষ্ট হওয়ার উপক্রম I

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ১৫ গ্রামের মানুষের দুঃখ দূর্দশা দুর করতে
মাননীয় এমপি শিবলী সাদিকের করে দেয়া কাঠের ব্রীজটি নষ্ট হওয়ার উপক্রম
হয়েছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার দৌলিঘাটে মহিলা নদীর উপর
একটি ব্রীজ না থাকায় একটু বৃষ্টি হলেই বৈদড়, খাইরুল, শেখালীপাড়া,
ঋষিঘাটসহ ১৫ গ্রামের লাখ মানুষের ১ কিঃ মিঃ রাস্তার স্থলে ১০ কিঃমিঃ
রাস্তা ঘুরে উপজেলা হেড কোয়াটার ওসমানপুরের সঙ্গে যোগাযোগ
করতে হয়। দিনাজপুর-৬ আসনের মাননীয় এমপি শিবলী সাদিকের নিকট ওই
গ্রামগুলোর মানুষ তাদের দুঃখ দূর্দশার কথা জানালে সে তার নিজ ত্রাণ
তহবিল থেকে একটি কাঁঠের ব্রীজ করে দেয়। ব্ধসঢ়;্রীজটির বয়স প্রায় ৭-৮
বছর হওয়ায় রোদ বৃষ্টিতে ভিজে কাঁঠগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
তাই ওই গ্রামগুলোর মানুষ মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৬
আসনের এমপি শিবলী সাদিকের নিকট সরকারী ভাবে দৌলিঘাটে ১টি
থাই পাকা ব্রীজ করে দিতে আকুল আবেদন জানিয়েছেন।
 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।