জয়পুরহাটে নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে দুই শিক্ষার্থী মরদেহ উদ্ধার ।

Spread the love

 

জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু।

 

জয়পুরহাটের ছোট যমুনা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে দুই শিক্ষার্থী মরদেহ উদ্ধার। আজ বৃহস্পতিবার ( ২০ অক্টোবর) সকাল ১০ টায় রাজশাহী ডুবুরি দল তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।মৃত দুই শিক্ষার্থী হলেন, জয়পুরহাট শহরের শহরের রেল কলোনি এলাকার বাসিন্দা বিশ্বনাথের ছেলে সনজিৎ কুমার (২২) ও পরেশ চন্দ্রের ছেলে তন্ময় রজক (১৬)। এর মধ্যে সনজিৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী ও তন্ময় রজক জয়পুরহাটের কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার জয়পুরহাট সদরের বেল কলোনি কালী মন্দিরের পুরোনো কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিল ৭-৮ জন যুবক। এ সময় ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া শেষে তারা নদীতে গোসল করছিলেন। নদীর গভীরতা বেশি থাকায় সাঁতার না জানায় দুজন নিখোঁজ হন। এর মধ্যে তন্ময় রজক এসএসসি পরীক্ষার্থী ও সনজিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অধ্যয়নরত।জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মহীউদ্দীন বলেন, গত বুধবার দুপুর আড়াই টায় ওই শিক্ষার্থী নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করতে ব্যর্থ হলে। পরে রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বুধবার বিকালে ঘটনা স্থানে এসে কয়েক দফায় উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করতে না পেরে পরের দিন বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজশাহী ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করেন।

 

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।