ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর ওসমানপুর বাজারে ২’শ বছর বয়সের একটি আমগাছ কাটার সময় পুলিশের বাঁধায় বন্ধ করা হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১০টায় ঘোাড়াঘাট পৌর ওসমানপুর বাজারে হাট চান্দিনার স্বত্বের জায়গায় একটি বহু পুরাতন আমগাছ কাটার সময় ঘোড়াঘাট উপজেলার চেংগ্রামের লেবার সরদার ছানা উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানান, আমরা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের ডে-লেবার হিসাবে এই গাছটি কাটছি। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সঙ্গে মুঠো ফোনে কথা বললে সে জানান, ওই আমগাছটি কাটার জন্য দিনাজপুর জেলা প্রশাসকের নিকট হতে অনুমতি নেয়া হয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলনের সঙ্গে কথা বললে সে জানান, পৌর ওসমানপুর বাজারে বহু পুরাতন আম গাছটি কাটা হচ্ছে এ ব্যাপারে আমি কিছুই জানিনা। এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলার চেংগ্রামে চর থেকে উঠে আসা রাজ্জাক দেওয়ান সে সাংবাদিকদের সঙ্গে বাক বিতন্ডা করেন এবং সে নিজেই আম গাছ কাটছেন বলে স্বীকার করেন। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকবৃন্দ ঘোড়াঘাট থানায় খবর দিলে পুলিশ এসে গাছ কাটার অনুমতির কাগজপত্র না পেয়ে গাছ কাটা বন্ধ করে দেন। বাংলাদেশ সরকার ফলজ আমগাছ কাটা নিষিদ্ধ করে আইন পাশ করলেও আমরা তা মানছিনা। এ ব্যাপারে এলাকার অভিজ্ঞ মহল উর্দ্ধতন কর্তৃপক্ষের সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানান।
মন্তব্য করুন