ঘোড়াঘাটে শুক্রবার এলেই মনে হয় শত বয়সি গাছ আজ কোথায় কাটা হবে i

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে শুক্রবার এলেই মনে হয় শত বয়সি আম গাছ উপজেলার কোথায় কাটা হবে? এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। জানা যায়, শুক্রবার ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের আব্দুল্লাপাড়া গ্রামের পাকা রাস্তার ধারে শত বছর বয়সি একটি আম গাছ গ্রামের লোক জন কাটছিল। ওই সময় ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি এম এ গাফ্ফার প্রধান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আকাশ, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, সদস্য মোফাজ্জল হোসেন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আম গাছটি কাটা বাঁধা দিলে গ্রামবাসী বলে, আমরা ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের হুকুমে কাটছি। এ ব্যাপারে চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সঙ্গে কথা বললে সে জানান, আমি আম গাছটি কাটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের নিকট মোখিক অনুমতি নিয়েছি। এ নিয়ে এখন ঘোড়াঘাট বাসীর ধারণা শুক্রবার এলেই আবার শত বছর বয়সি আম গাছ কোথায় কাটা হবে? এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।