[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৭ শে অক্টোবর। বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শিক্ষক দিবস।যথাযথ মর্যাদায় আর ভাবগাম্ভীর্যতায় দিবসটি পালিত হচ্ছে সারাদেশে।দিনাজপুর জেলাও তার ব্যতিক্রম নয়।আজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় উপজেলার সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা শিক্ষা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ উপজেলার সর্বস্তরের শিক্ষাঙ্গনের শিক্ষকগন এ দিবসের কর্মসূচিতে অংশ নেয়।উপজেলার প্রাণকেন্দ্র নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বনিক কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এম এম আশিক রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।নবাবগঞ্জ উপজেলার প্রত্যেক কলেজ, স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এবং কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক এবং কর্মচারী এ অনুষ্ঠানে অংশ নেন। নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আলোচনায় শিক্ষকের অধিকার সমুন্নত রেখে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির আহবান জানান। তারা সরকারের কাছে শিক্ষা জাতীয়করনের দাবী জানান। তাছাড়া শিক্ষক সুরক্ষা আইনের বাস্তব প্রয়োগের আহবান জানান। এসময় উপস্থিত শিক্ষকরা জাতীয়করণ চেয়ে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে।এর আগে নবাবগঞ্জ উপজেলা পরিষদ মাঠে শহিদ মিনারের সামনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত শিক্ষকগন একত্রিত হয়ে এক বিশাল র্যালী বের করে তা শহরের বিভিন্ন স্থান ঘুরে উপজেলা মিলনায়তনের সামনে এসে সমাপ্ত হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আফতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল হোসেন ডাব্লিউ প্রমুখ। পুরো অনুষ্ঠান টি উপস্থাপন করেন নবাবগঞ্জ উপজেলার সুযোগ্যা একাডেমিক সুপারভাইজার শাফিউল আলোম।
মন্তব্য করুন