মোঃ মজিবর রহমান ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ছাইয়ের সঙ্গে বালি মিশিয়ে কোথায় যাচ্ছে এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, দিনাজপুরের ফুলবাড়ী থেকে অটো মিলের ছাই ট্রাক ভর্তি করে ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর গ্রামের জিয়াব মিয়ার আমবাগানে এনে ফেলা হচ্ছে। এক ট্রাক ওই ছাইয়ের মধ্যে বালি মিশিয়ে দুই ট্রাক বানিয়ে ঢাকার দিকে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে জিয়াব মিয়ার সঙ্গে কথা বললে সে জানান, আমার ভাগিনা ইলিয়াস আলী এ ব্যবসা করছে। আমি কিছুই জানিনা। এ নিয়ে জিয়াব মিয়ার ভাগিনা ইলিয়াস আলীর সঙ্গে মুঠো ফোনে কথা বললে সে জানান, ওই ছাই বালি মিশিয়ে ঢাকায় রড কোম্পানীতে দেয়া হচ্ছে। আর একটি অনুসন্ধানে জানা যায়, ওই ছাই বালি মিশিয়ে কয়লার সঙ্গে ইট ভাটায় দেয়া হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী ছাই আর বালি মিশিয়ে কি কাজ হচ্ছে সরেজমিনে ব্যাপারটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন