কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক জয়পুরহাটে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত I

Spread the love

জয়পুরহাট প্রতিনিধি: ওমর আলী বাবু   <
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র অধিকার এখানে, এখনই (রাইট হিয়ার রাইট নাউ-২) প্রকল্পের আয়োজনে স্থানীয় স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে মঙ্গলবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা পর্যায়ে কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক কাজ বাস্তবায়নের জন্য যুব জনগোষ্ঠীর, জেন্ডার, ন্যায় বিচার, ইয়্যুথ-অ্যাডাল্ট পার্টনারশিপ এবং যুব নেতৃত্ব তৈরিতে বিভিন্ন নাগরিক সংগঠন প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক  কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায়  বক্তব্য দেন ব্র্যাকের জয়পুরহাট জেলা সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম। শাহানা কার্টুন দেখানো, সমন্বিত যৌনতা শিক্ষা বিষয় এবং ব্র্যাক সেইফগার্ডিং নীতিমালা নিয়ে আলোচনা করে অধিকার এখানে, এখনই প্রকল্প এর এরিয়া কোঅর্ডিনেটর, মাধুরী সূত্রধর।
জয়পুরহাট ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার মোর্শেদা খাতুন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী  মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাবেদ ইকবাল, জয়পুরহাট আধুনিক হাসপাতাল এর ওসিসি খাজা গোলাম মওদুদ, জয়পুরহাট প্রেসকাবের কোষাধ্য সাংবাদিক মাশরেকুল আলম, কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক মো: মাহবুব-উল-আলম, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: তোহিদুল ইসলাম, জয়পুরহাট পুলিশ লাইন্স হাইস্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুর রহমান, টি এম এস এস এর জোনাল ম্যানেজার মো: আল-মামুন সরকার, আশা’র সিনিয়র রিজিওনাল ম্যানেজার ওবায়দুল রহমান, কাউন্সিলর মুন্নুজান, ট্রান্সজেন্ডার সোহানাসহ, শিক্ষক, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ ইয়্যূথগণ।
আলোচনার এক পর্যায়ে লিঙ্গ বৈচিত্র জনগোষ্ঠীর অধিকার রক্ষায় করনীয় এবং সহিংসতা নির্মূলের উপায় এবং আমি কী করতে পারি বিষয়ক মুক্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে অংশগ্রহনকারীদেরকে ৪টি গ্রুপে ভাগ করে শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বিত যৌনতা শিক্ষা পাঠদানের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উত্তোরণে করনীয় এবং হাইজেনিক টয়লেট ব্যবস্থার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ  এবং উত্তোরণে করনীয় বিষয়ে গ্রুপ ওয়ার্ক এবং উপস্থাপন করা হয়।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।