মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ গতকাল (১৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়।সভার শুরুতেই ডিআইজি মহোদয় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন। অতঃপর অক্টোবর ২০২২ খ্রি. মাসের রংপুর রেঞ্জে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং এ সংক্রান্তে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনার নিমিত্তে জেলা পুলিশ সুপার’গণকে তাদের কার্যক্রমসমূহ তুলে ধরার আহবান জানান।
এছাড়াও সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে অক্টোবর/২০২২ মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয় ।বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে অক্টোবর/২০২২ মাসে শ্রেষ্ঠ জেলা হিসেবে নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম পক্ষে জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী নির্বাচিত হন।
শ্রেষ্ঠ সার্কেল জনাব মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল,দিনাজপুর;
শ্রেষ্ঠ থানা হিসেবে নীলফামারী জেলার জলঢাকা থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ ফিরোজ কবির;
শ্রেষ্ঠ ডিএসবি জনাব মোঃ মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ডিএসবি, গাইবান্ধা;
শ্রেষ্ঠ কোর্ট জনাব মোঃ মামুন অর রশিদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সদর কোর্ট, কুড়িগ্রাম;
শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট জনাব মোঃ আমজাদ হোসেন, পুলিশ পরিদর্শক(শহর ও যানবহন) ট্রাফিক শাখা, ঠাকুরগাঁও;
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জনাব মোঃ ইমরান হোসেন, এসআই, মিঠাপুকুর থানা, রংপুর;
শ্রেষ্ঠ এসআই জনাব মোঃ রহমান খান পাঠান, এসআই, জলঢাকা থানা, নীলফামারী;
শ্রেষ্ঠ সার্জেন্ট জনাব অপূর্ব কুমার মহন্ত, সার্জেন্ট, ট্রাফিক শাখা, গাইবান্ধা;
শ্রেষ্ঠ এএসআই জনাব মোঃ মাইদুল ইসলাম, জলঢাকা থানা, নীলফামারী;
শ্রেষ্ঠ বিট অফিসার জনাব মোঃ সাদ্দাম হোসেন, এসআই, বিট নং-০৯, সদর থানা, নীলফামারী;
এছাড়াও কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিশেষ পুরস্কার প্রাপ্ত হন-জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার, ডি-সার্কেল, রংপুর;জনাব মোঃ মোজাফ্ফর হোসেন, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), গোয়েন্দা শাখা, পঞ্চগড়;জনাব মোঃ সেরাজুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত), সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা;জনাব মোঃ আশরাফুজ্জামান, এসআই, বীরগঞ্জ থানা, দিনাজপুর।
উKক্ত সভায় উপস্থিত ছিলেন রেঞ্জ অফিস রংপুরে কর্মরত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব এ এফ এম আনজুমান কালাম বিপিএম (বার); অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজম্যান্ট) জনাব মোঃ মিজানৃুর রহমান পিপিএম (বার); আরআরএফ, রংপুরের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব এস.এম. আশরাফুজ্জামান; রংপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী; কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার, জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম; দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ পিপিএম; লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন; পঞ্চগড়ের পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম; গাইবান্ধার পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম; পুলিশ সুপার জনাব এবিএম জাকির হোসেন(পিপিএম); রংপুর রেঞ্জ অফিসের পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম অ্যানালাইসিস) জনাব মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স), জনাব শরিফুল আলম; জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার (দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধার) কমান্ডেন্ট (পুলিশ সুপার) এবং অতিরিক্ত পুলিশ সুপার’গন, সহকারি পুলিশ সুপার (হাইওয়ে রংপুর জোন) জনাব মো: জাহিদুর রহমান চৌধুরী, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব মোঃ শামীম হোসেন।
মন্তব্য করুন