জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু >
‘বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জয়পুরহাট জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এ কে এম ওলিউজ্জামান,ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন ও প্রোগ্রাম এ্যাসিসট্যান্ট তোজাম্মেল হক প্রমুখ।
বক্তারা বলেন, ফিস্টুলা রোগ মহিলাদের হয়ে থাকে।এ রোগে আক্রান্ত হলে মহিলাদের বাচ্চা প্রসবের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব ও পায়খানা হতে থাকে। যে কারণে সবসময় কাপড় ভেজা থাকে। সাধারণত আঘাত, অধিক সন্তান জন্মদান, অপারেশন জনিত কারণ, জন্মগতভাবে অথবা ১৮ বছর বয়সের আগে বাচ্চা জন্মদানের কারণে ফিস্টুলা হতে পারে। তবে চিকিৎসায় এ রোগ ভাল হয়।
মন্তব্য করুন