চিরিরবন্দরের গ্রীণল্যান্ড রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষা বৃত্তি চালু I

Spread the love

নবাবগঞ্জ নিউজ >
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রীণল্যান্ড রেসিডেন্সিয়াল কলেজ ‘গ্রীণল্যান্ড শিক্ষা বৃত্তি’ চালু করেছে। শিক্ষার্থীদের মান উন্নয়নে প্রতিষ্ঠানটি এবারেই প্রথম বারের মতো চালু করলো প্রতিযোগিতামূলক এ শিক্ষাবৃত্তি।
সূত্র মতে, আজ শনিবার বিভিন্ন প্রতিষ্ঠানের এসএসসি- ২০২২ ব্যাচের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। এতে তিনশত শিক্ষার্থী শিক্ষা বৃত্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। উপজেলার দারুল ফালাহ আলিম মাদ্রাসা ও বিএম কলেজ অডিটোরিয়ামে সকাল ১১টায় পরীক্ষায় বসে শিক্ষার্থীরা।
এতে ১৫ জন শিক্ষার্থী ‘গ্রীণল্যান্ড শিক্ষা বৃত্তি’ লাভ করেছে। এদের মধ্যে ১ম হয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কাজী আশফাক হোসেন। ২য় স্থান লাভ করে দিনাজপুরের সেন্ট যোসেফস্ স্কুলের শাহ আরিয়ান ও চিরিরবন্দরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের নাহিদ মোর্শেদ। ৩য় স্থান লাভ করে বোচাগঞ্জের সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমির জাহিদ ইবনে নূর, শহীদ নুর মেমেরিয়াল স্কুলের মিনহাজুল ইসলাম ও চিরিরবন্দরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মিমফাত ইসলাম জয়। ৪র্থ স্থান লাভ করে দিনাজপুরের কলেজিয়েট গালর্স স্কুল এন্ড কলেজের রাইসা সারওয়ার দিবা, বোচাগঞ্জের সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমির জেবা তাসনিয়া, রানীরবন্দরের সানলাইট স্কুলের আশফাক মাসুম ও বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মো. মাহফুজ। ৫ম স্থান লাভ করে চিরিরবন্দরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ফাহমিদা ফাইজা মৌমিতা, তাবাস্সুম রহমান মোহনা ও মায়িশা ফাহমিদা মৃদুলা, বিরলের চৌধুরীডাঙ্গা হাই স্কুলের জুনায়েদ রাসসান সায়াম এবং দিনাজপুরের বেউডেব হাই স্কুলের রিফাত ইসলাম।
গ্রীণল্যান্ড শিক্ষা বৃত্তি প্রদান কমিটি সূত্রে জানা গেছে, ১ম স্থান অর্জনকারীকে ৫০০০ টাকা, ২য় কে ৩০০০ টাকা, ৩য় কে ২০০০ টাকা, ৪র্থ কে ১০০০ টাকা, ৫ম কে ৫০০ টাকা বৃত্তি হিসেবে প্রদান করা হয়েছে।
এ বিষয়ে গ্রীণল্যান্ড রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম জানান, চিরিরবন্দরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাবলিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল বয়ে আনছে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের মান উন্নয়নে গ্রীণল্যান্ড রেসিডেন্সিয়াল কলেজ প্রথম বারের মতো চালু করলো প্রতিযোগিতামূলক এ শিক্ষাবৃত্তি।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।