ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য কমপ্লেক্সের ৫’শ মিটার বাউন্ডারী প্রাচীর ড্যামেজ হয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পার্শ্বের প্রাচীরের সঙ্গে অবৈধ স্থাপনা প্রায় ২’শটি দোকান ঘর রয়েছে। ওই দোকান ঘর গুলোর বর্ষাকালে হওয়া আকাশের বৃষ্টির পানি প্রাচীরে পড়ে প্রাচীরটি ডামেজ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তৎকালীন ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা টি,এম,এ মমিন নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ খানম ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী বাউন্ডারী প্রাচীরটি রক্ষার্থে অবৈধ দোকান ঘরগুলো উচ্ছেদ করেছিল। এ ব্যাপারে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা টি,এস,এ তৌহিদুল ইসলামের সঙ্গে কথা বললে সে জানান, আমাকে আপনারা সহ এলাকাবাসী সহযোগিতা করলে অবৈধ দোকানঘর গুলো প্রাচীরের ধার থেকে উচ্ছেদ করব বলে জানান। এ ব্যাপারে ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা রাফেউল আলমের সঙ্গে কথা বললে সে জানান, সরকারী প্রাচীরটি রক্ষার্থে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের টি,এস,এ তৌহিদুল ইসলামের সঙ্গে কথা বলে দোকান ঘরগুলো উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন