জয়পুরহাটে সুজনের দু’দশক বর্ষ পূর্তি উদ্যাপন ।

Spread the love

জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু >
জয়পুরহাটে সু-শাসনের জন্য নাগরিক-সুজন জেলা কমিটির আয়োজনে দু’দশক বর্ষ পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। রবিবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় সদরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পশ্চিম পালী আদিবাসী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সুধীজন ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সুজন সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাই। পারিবারিক ও শিক্ষা প্রতিষ্ঠান শুদ্ধাচার, নিরাপদ খাদ্য, হ্যান্ডওয়াশ, স্বাস্থ্য সচেতনতা ও জন অধিকার বিষয়ক সভায় কেক কেটে ও প্রধান অতিথির বক্তব্যে সভার উদ্বোধন করেন, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, জেলা সুজন সহ-সভাপতি ও কেন্দ্রীয় আদিবাসী সংঘ সভাপতি কার্তিক চন্দ্র সিং, সদর সুজন সাধারণ সম্পাদক ওমর আলী বাবু, বিশিষ্ট সমাজকর্মী ও তরুন উদ্যোক্তা আব্দুল বাতেন, প্রধান শিক্ষক মোছাঃ হুরজাহান বানু, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ আলম, উত্তম মিনজি, মতিউর রহমান প্রমুখ। সভা সঞ্চলনা ও স্বাগত বক্তব্য দানে ছিলেন জেলা সুজন সাধারণ সম্পাদক, সাংবাদিক শাহাবুদ্দিন। সভায় আগামী ইংরেজী নববর্ষ ০১ জানুয়ায়ী ২০২৩ তারিখে একই স্থানে পিছিয়ে পড়া জনগনের অধিকার সচেতনাতায় সকল আদিবাসী নিয়ে এক সমাবেশ অনুষ্ঠানের ঘোষনা দেওয়া হয়।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।