নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান >
আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পাকিস্তাানি বাহিনীমুক্ত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এদিকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি মুক্ত দিবস গতকাল সোমবার পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে চিলাহাটিকে হানাদারমুক্ত করা হয়। নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত কমান্ডার মো. দবিরল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বাধীনতাযুদ্ধে উত্তরাঞ্চলের কয়েকটি বড় সম্মুখযুদ্ধ হয়। এর মধ্যে এই উপজেলার ভাদুরিয়ার যুদ্ধ উল্লেখযোগ্য। কৌশলগত কারণে ভাদুরিয়া ছিল গুরত্বপূর্ণ এলাকা। দিনাজপুর-ঘোড়াঘাট হয়ে গোবিন্দগঞ্জ ও বগুড়া যাওয়ার মহাসড়কের ওপরেই ভাদুরিয়া গ্রাম। এ ছাড়া ভাদুরিয়া থেকে উত্তরে দাউদপুর হয়ে নবাবগঞ্জ ও রংপুরের পীরগঞ্জ এবং দক্ষিণে ডুগডুগি-বলাহার হয়ে পাঁচবিবি, পশ্চিমে হিলি হয়ে জয়পুরহাট জেলা। পাকিস্তাানি সেনাবাহিনী ভাদুরিয়ায় কঠিন প্রতিরোধ গড়ে তোলে। ভাদুরিয়ায় তিন থেকে পাঁচ দিনব্যাপী যুদ্ধে পাকিস্তাানের ৮২ ও ভারতের ৫৫ সেনা নিহত হয়। ভাদুরিয়া পতনের পর ১১ ডিসেম্বর হিলি ও গোবিন্দগঞ্জে এবং ১২ ডিসেম্বর ঘোড়াঘাটে পাকিস্তাানি সেনাবাহিনীর পতন হয়। চিলাহাটি মুক্ত দিবস উপলক্ষে চিলাহাটি বাজারে শোভাযাত্রা বের করা হয়। এ প্রসঙ্গে আলোচনা সভায় সভাপপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এস আশিক ।
মন্তব্য করুন