মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অম্বেষণ প্রতিযোগিতা উপলক্ষে রংপুর বিভাগের দিনাজপুরে জেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (কাঞ্চন – ১) এ জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলায়ত এবং গীতা পাঠ করা হয় । জেলা শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব দেবাশীষ চৌধুরী । অনুষ্ঠানে ২০২২ সালের ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী সহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদেরকে পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ, সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
মন্তব্য করুন