ওয়ায়েস কুরুনী স্টাফ রিপোর্টার।
দিনাজপুরের বিরামপুরে ১৫০ গ্রাম গাঁজা,মাদক বিক্রির সরঞ্জামাদী, ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক করছে পুলিশ।
শনিবার বিরামপুর -ঘোড়াঘাটের মহাসড়কে দক্ষিণ পার্শ্বে খাবার হোটেলে ও উপজেলার প্রাণনাথপুর আদিবাসী পাড়ায় পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,বেগমপুরের মোঃ রুহুল আমিনের স্ত্রী মোছাঃ মোছলেমা খাতুন ও প্রাণনাথপুরে মোঃ মিজানুর রহমানের স্ত্রী মোছাঃ আশা বেগম (২৯)।বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন,গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি খাবার হোটেলে মাদকদ্রব্য বিক্রয় হচ্ছে। এমন সংবাদ পেয়ে বিরামপুর -ঘোড়াঘাটের মহাসড়কে দক্ষিণ পার্শ্বে খাবার হোটেলে অভিযান চালিয়ে সাদা পলিথিনে ভিতরে রক্ষিত ১৫০ (এক শত পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা, একটি কালো রংয়ের অ্যান্ড্রোয়েট মোবাইল ফোন, একটি গাঁজা পরিমাপক ছোট দাড়িপাল্লা উদ্ধার পূর্বক তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার স্বামী মাদক ব্যবসায়ী আসামি মোঃ রুহুল আমিন কৌশলে পালিয়ে যায়। উপজেলার প্রাণনাথপুরে অভিযান চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডিলহ মাদক ব্যবসায়ী মোছাঃ আশা বেগম (২৯)কে আটক করা হয়। এসময় তার স্বামী মাদক ব্যবসায়ী আসামী মোঃ মিজানুর রহমান কৌশলে পালিয়ে যায়। থানায় পৃথক পৃথক মামলা দায়ের পূর্বক তাদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন