নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান>
দিনাজপুরের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী সংলগ্ন প্রত্যন্ত পল্লীর আফতাবগঞ্জে মোঘল স্থাপত্য বিখ্যাত তাজমহলে আকৃত্তিতে নির্মান হচ্ছে- “আফতাবগঞ্জ জামে মসজিদ”। মসজিদটি নির্মানে নির্দিষ্ট ব্যয় না ধরে ২০১৫ ইং খ্রিস্টাব্দে আফতাবগঞ্জে এর নির্মান শুরু করা হয়। আধুনিকতার শিল্পীর নিপুন শৈলীতে দৃষ্টি নন্দন নান্দনিক কারুকার্যে নয়ন-ভিরাম এই মসজিদটি নির্মিত হচ্ছে। যেন আগ্রার “তাজমহল” । মসজিদটিকে অপরুপ সৌন্দর্য আর চোখ ধাধানো ডিজাইনের শিল্পে গড়ে তোলা হচ্ছে। মসজিদটি উত্তরবঙ্গের বৃহৎ বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী পার্শে হওয়ায় এর নির্মানাধীন নান্দনিক সৌন্দর্য দেখতে প্রতিদিন বিভিন্ন এলকা থেকে অসংখ্য দর্শনার্থী ছুটে আসছেন। ১০ হাজার স্কয়ার ফিটের এই মসজিদে ১৬টি পিলারে উপর নির্মিত হচ্ছে । নির্মাণ শেষ হলে এটি চোখে ধরার মতো একটি মসজিদ হবে ।
মন্তব্য করুন