জয়পুরহাট প্রতিনিধি: ওমর আলী বাবু >
সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ, জয়পুরহাট জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা /সদস্য, জেলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষী এবং আনসার কর্মকর্তা / সদস্যগণের অংশগ্রহণে দিনব্যাপী উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২ টায় পুলিশ লাইনের ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে সেমিনার হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, বিশেষ অতিথির বক্তব্য পাবলিক প্রসিকিউটর এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা,আনসার ভিডিপির সার্কেল এ্যাডজুডেন্ট বাবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম মামুন খান চিশতী
জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধে করনীয় বিষয়ে বাস্তব সম্মত মুল প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্টার টেরোরিজম শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাউন্টার টেররিজম (C T T C) সাঈদ নাসিরুল্লাহ পি পি এম সেবা।
সেমিনারে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম জানান, সন্ত্রাস এবং উগ্রবাদ প্রতিরোধ শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, সমাজের সবার সহযোগিতা দরকার। সমাজের সকলের সহযোগিতায় উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, নির্মূলে চেষ্টা চালিয়ে যাবেন।
প্রতিদিন দুই শিফটে তিনদিন একটানা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন