জয়পুরহাট প্রতিনিধিঃওমর আলী বাবু >
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলার মসজিদের ইমাম-খতিব,মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকদের অংশ গ্রহণে “উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধে করনীয় বিষয়ে বাস্তব সম্মত মুল প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্টার টেরোরিজম শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাউন্টার টেররিজম (C T T C) সাঈদ নাসিরুল্লাহ পি পি এম সেবা।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক রিয়াজুল ইসলাম, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, সন্ত্রাস এবং উগ্রবাদ প্রতিরোধ শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, সমাজের সকলের সহযোগিতা দরকার।আলেমদের কে তিনি সচেতন হওয়ার আহবান জানান। এবং সমাজের সকলের সহযোগিতায় উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, নির্মূলে প্রচেস্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন ।
মন্তব্য করুন