ঘোড়াঘাটে কৃষক সার নিয়ে ভোগান্তির স্বীকার কৃষি অফিসার বলছেন সার আছে পর্যাপ্ত পরিমাণ I

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক সার নিয়ে ভোগান্তির স্বীকার কৃষি অফিসার বলছেন সার সাপ্লাই আছে পর্যাপ্ত পরিমাণ। ঘোড়াঘাট উপজেলায় ৪টি ইউনিয়ন, ১টি পৌরসভায় ভুট্টার আলুর আবাদ হয়েছে কয়েক হাজার একর জমি বলে জানা গেছে। ওই জমির আবাদের জন্য কৃষি অফিসে স্লিপ নিয়ে সার নেয়ার জন্য দিনের পর দিন কৃষককে ঘুরতে হচ্ছে। কারন কৃষি অফিস থেকে স্লিপ নিয়ে সার নিতে এক বস্তা পটাশ ৭৫০ টাকা আবার স্লিপ ছাড়া ওই সার বাজারে কিনতে গেলে লাগছে ১৪০০ টাকা বস্তা। যে কৃষকের সার লাগবে ৫ বস্তা তাকে কৃষি অফিস থেকে স্লিপ দেয়া হচ্ছে ২ বস্তা সারের। আর বাদ বাকী সার গুলো বেশী দামে কিনতে কৃষকদের ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। আবার সময় মত আবাদী জমিতে সার দিতে না পারলে ফলন আশানুরুপ না হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার এখলাস উদ্দিনের সাথে কথা বললে সে জানান, ঘোড়াঘাট উপজেলার ডিলার গুলোর নিকট পর্যাপ্ত পরিমাণ সব সার সাপ্লাই রয়েছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।