জয়পুরহাটে দেশীয় খনিজ সম্পদ উন্নয়ন বিষয়ক কর্মশালা I

Spread the love

 জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু  >
জয়পুরহাটে দেশীয় খনিজ সম্পদ উন্নয়ন ও শিল্পায়নে আইএমএমএম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালাজি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আইএমএমএম, বিসিএসআইআর’র ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিএসআইআর’র চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা মো. শাহ আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ্বাস, ব্যবসায়ী আমিনুল বারী ও আব্দুল আজিজ মোল্লাসহ অন্যরা।
কর্মশালায় বক্তারা বলেন, জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে উদ্ভাবিত দেশীয় পণ্য ব্যবহার করে নানামুখী শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। সারা দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ সম্পদগুলো গবেষণা করে দেশীয় সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে, তেমনি নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।
কর্মশালায় জয়পুরহাটের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক, উদ্যোক্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।