নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান>
ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আরকুয়াশায় নাকাল জন জীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেকরেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল জনতা ব্যাংকলিঃ। শনিবার সকালে জনতা ব্যাংক লিঃ এর পক্ষ থেকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ১হাজার এতিম ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমানের পক্ষে মোঃ ফিরোজ কবির চৌধুরী(প্রিন্স)।শীতবস্ত্র বিতরণ কালে অসহায় মানুষের উদ্দেশে ফিরোজ কবির চৌধুরী প্রিন্স বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায়না। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহ মর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহবান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকান্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।এ সময় দাউদপুর ইউনিয়নের জনপ্রতিনিধিও বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন