ঘোড়াঘাটে মিথ্যা সাংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন I

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
আমি শ্রী রঞ্জু কণ্ঠ, পিতা- রেবতীনাথ কণ্ঠ, সাং- করঞ্জি, ডাকঘর- বলাহার, ঘোড়াঘাট, দিনাজপুর। আমি বিভিন্নভাবে জানতে পারিলাম যে, গত ২৬/১২/২০২২ ইং তারিখে আমাকে ভূমি দস্যু হিসেবে আখ্যায়িত করে একই উপজেলার শহরগাছি গ্রামের শ্রী মোংলা পাহাড়ী গং যে সংবাদ সম্মেলন করেছে তাহা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বটে। প্রকৃত পক্ষে ১১২ নং সরগাছি মৌজায় এস,এ ২১ নং খতিয়ানে ২ দাগে ৩.১৬ একর ও ১৪ দাগে ১.০০ একর মোট ৪.১৬ একর জমি এস,এ রেকর্ডীয় মালিকের পুত্র প্রকাশ চন্দ্র গুপ্ত ওয়ারিশ সুত্রে ধারাবাহিকভাবে প্রাপ্ত হইয়া আবেদনের প্রেক্ষিতে অর্পিত ‘খ’ তালিকা ভুক্ত জমি অবমুক্তির আদেশ প্রাপ্ত হন। তারপর খাজনা পরিশোধ করিয়া চলমান মাঠ জরিপে নিজ নামে রেকর্ডভূক্ত হবার পরে আপন ভগ্নির দুই পুত্র সঞ্জিব আদিত্য ও রাজিব আদিত্যকে ওয়ারিশ রাখিয়া মারা যান। উক্ত সঞ্জিব আদিত্য ও রাজিব আদিত্য ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হইয়া নিজেদের নামে খারিজ করিয়া তাহারা দুরে বসবাস করায় অসুবিধা হেতু আমি রঞ্জু কণ্ঠ নিকট আত্মীয় হওয়ায় আমার নামে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব এ্যাটর্নি দলিল রেজিষ্ট্রি করিয়া দেন। আমি রঞ্জু কণ্ঠ দলিল মুলে প্রাপ্ত হওয়ার পর হতে একই দাগের জমি ‘ক’ ও ‘খ’ তালিকা হওয়ায় ‘ক’ তালিকাভূক্ত লিজারগণ আমার সঙ্গে সীমানা নড়াচড়া সহ বিভিন্ন রকমের ঝামেলা ও ঝগড়া বিবাদ করিয়া আসিতেছিল। এ বিষয়ে আমি ঘোড়াঘাট সহকারী কমিশনার ভূমি বরাবর ২নং দাগে মোট ১৩.৮০ একর জমির মধ্যে ‘ক’ তালিকাভূক্ত ৮.৩৫ একর সরকারি জমি সরকার পক্ষকে বুঝিয়া নেওয়ার জন্য এবং বাঁকী ‘খ’ তালিকাভূক্ত মালিকানা ৫.৪৫ একর জমি সরকারি প্রতিনিধি সহ সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে সীমানা নির্ধারন করিয়া আমাকে বুঝিয়া দেয়ার জন্য আবেদন করিলে সহকারী কমিশনার (ভূমি), ঘোড়াঘাট, দিনাজপুর পৌর কমিশনার ৬নং ওয়ার্ড কাউন্সিলার পারভেজ ও পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের উপস্থিতিতে সার্ভেয়ার দ্বারা সঠিকভাবে পরিমাপ করিয়া সীমানা নির্ধারন পূর্বক খুঁটি পুতিয়া স্কেচ ম্যাপ তৈরি করিয়া লাল কালি ও সবুজ কালি দ্বারা চিহ্ণিত করিয়া আলাদাভাবে সরকার পক্ষ সরকারি জমি বুঝিয়া লইয়া আমার জমি আমাকে বুঝিয়া দেন। সেই সুত্রে আমি রেজিষ্ট্রি দলিলে প্রাপ্ত সম্পত্তি ভোগ দখল করিয়া আসিতেছি। উক্ত সম্পত্তি ভোগ দখলে থাকায় আমার বিরুদ্ধে গত ২৬/১২/২০২২ ইং তারিখে ভূমি দস্যু শ্রী মোংলা পাহাড়ী, পিতা- মৃত বিমল পাহাড়ী, সাং- শহরগাছি পাহাড়ীপাড়া, ঘোড়াঘাট পৌরসভা, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর গং মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে ভূমি দস্যু হিসেবে আখ্যায়িত করে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হওয়ায় উক্ত মিথ্যা, ভূয়া, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।