ঘোড়াঘাটে সড়ক ও পানিপথে নিরাপত্তা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত I

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে নিরপদ সড়ক ও পানিতে ডুবে যাওয়া ও পানি পথে নিরাপত্তা শীর্ষক গণসচেতনতা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জানুয়ারী) সকাল ১০টায় দিনাজপুর সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়াম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুজ্জামান মুরাদ।কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন, সহকারী ডেন্টাল সার্জন রাবেয়া শাহিন আরা ফেরদৌসি, মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু, ডাঃ নূর-ই আজমীর ঝিলিক ও আহসান হাবিব। এ কর্মশালায় অংশ নেয় মসজিদের ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।