নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান>
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বে সমাজ সেবায়” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার এম এম অশিক রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এসময় সেখানে উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী উপজেলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর এ শেফা, অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল সহ অনেকে উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ৬ জন ভিক্ষুককে দোকান ঘরসহ মালামাল, ৯ জনের মাঝে হুইল চেয়ার,সুবর্ণ কাড ২৫ জনের মধ্যে বিতরণ করা হয়।সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় দ্বিতীয় কিস্তিতে ২৭ হাজার ভাতা ভুগির মাঝে সাড়ে চার কোটি টাকা মোবাইল ব্যাংকিং এর মধ্য প্রদান করা হয়।
মন্তব্য করুন