জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু।
জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল নাম্বার-৩ এর বিচারক মোঃ নুরুল ইসলাম গতকাল এক ব্যক্তিকে অস্ত্র মামলায় ১০ বৎসর সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরন বিগত ইং ২৭/০৩/২০০৯ তারিখ সময় ১৭.৩০ ঘটিকায় ডিবি অফিসের ১৪০ নম্বর জি,ডি মূলে চোরাচালান, মাদকদ্রব্য বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনাকালে জয়পুরহাট পৌর এলাকা বান্ধাবটতলা (বিশ্বাস পাড়া) পাকা রাস্তার মোড়ে অভিযান পরিচালনাকালে পাঁচবিবি হতে আগত জয়পুরহাটগামী একটি বেবী টেক্সি তল্লাশিকালে গ্রেফতারকৃত আসামী বুলবুল হোসেন এলাইচ টুটুলের দেহ তল্লাশিকালে ফুলপ্যান্টের ডান পকেট হতে আমেরিকার তৈরী সিলভার কালারের একটি ২২ বোর রিভলভার (৮ ইঞ্চি) অস্ত্র উদ্ধার করে তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যা জয়পুরহাট সদর থানার মামলা নম্বর-২৫ তারিখ ২৭/০৩/০৯ ইং ধারা অস্ত্র আইন-১৮৭৮ এর (১৯/অ) । রাষ্ট্রপক্ষে মামলাটি প্রমান সাপেক্ষে ৭জনের সাক্ষী উপস্থাপন করা হয়। দীর্ঘদিন পর সংশ্লিষ্ট আদালতের বিচারক উভয় পক্ষের সাক্ষীসাবুদ গ্রহন করে এর রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী মোঃ বুলবুল হোসেন ওরফে টুটুল জয়পুরহাট সদর পৌরসভা আরামনগর এলাকার মৃত আজিজ উদ্দিন এর পুত্র। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ছিলেন জয়পুরহাট সদর থানার এস,আই মোঃ রায়হান হোসেন। রায় প্রদানের তারিখে আসামী পলাতক ছিলেন।
মন্তব্য করুন