ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কয়েক দিন থেকে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত খেটে খাওয়া মানুষ ও ছিন্নমুল মানুষের দূর্ভোগের স্বীকার হওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, কয়েকদিন থেকে সারা দেশ সহ ঘোড়াঘাটে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। বিশেষ করে এ শীতের কারনে প্রতিদিন সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সূর্যের আলো না দেখা দেয়ায় রাস্তা ঘাটে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সেই সঙ্গে তীব্র শীতের কারনে ছোট ছোট শিশু সহ বৃদ্ধা মানুষ গুলো জ্বর, কফ, কাশি, নিমোনিয়ায় আক্রান্ত হয়ে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে। অপর দিকে কৃষি কাজে খেটে খাওয়া মানুষের গরম কাপড় চোপড় না থাকায় তারা কৃষি কাজ করতে ব্যর্থ হচ্ছে। এ দিকে অসহায় ছিন্নমূল মানুষের গরম কাপড় চোপড় না থাকায় তারা বাড়ীতে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারন করছেন। ঘোড়াঘাটে প্রতি বছরই শীত এলেই খেটে খাওয়া মানুষ ও ছিন্নমুল মানুষের মাঝে এনজিওগুলো ও সরকারি ভাবে কম্বল বিতরণ করতে দেখা গেলেও এ বছর তেমন কোন কম্বল বিতরণ করতে দেখা যায়নি। এ ব্যাপারে ঘোড়াঘাটে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে সমাজের বিত্তবান মানুষদেরকে পাশে দাড়ানোর জন্য এলাকাবাসী জোর দাবী জানান।
মন্তব্য করুন