ঘোড়াঘাটে সরকারি আইন না মেনে কৃষি জমিতে গড়ে উঠছে ইট ভাটা I

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি আইন না মেনে একের পর এক কৃষি জমিতে গড়ে উঠছে ইট ভাটা প্রশাসন নিরব থাকার অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার মিশন মোড় দৌলি ঘাটে কৃষি জমিতে ২টি ইট ভাটা সহ ঘোড়াঘাট উপজেলায় ১০টি ইট ভাটা কৃষি জমিতে রয়েছে। আর ওই ইট ভাটার বিষাক্ত ধূঁয়ায় ৩ কিঃ মিঃ এলাকার মধ্যে ধান চাষ করলে ধান বেশির ভাগই চিটা হয়ে যাচ্ছে। অপর দিকে নারিকেল, সুপারি, আম, জাম, লিচু গাছে ফল হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ দিকে মিশন মোড় ওমান ক্যাথলিক মিশন স্কুলে প্রায় ৪-৫’শ ছাত্র-ছাত্রী লেখা পড়া করছে। এর মধ্যে সেখানে বেলাল মিয়ার ইট ভাটা মাত্র ২’শ গজ দুরে হওয়ায় ওই ইট ভাটার বিষাক্ত ধুঁয়ায় কিছু কিছু ছাত্র-ছাত্রী শ্বাস কষ্ট সহ বিভিন্ন অসুখ দেখা দেয়া শুরু করেছে। এ ব্যাপারে ইট ভাটার মালিক বেলাল উদ্দিনের সঙ্গে কথা বললে সে জানান, কৃষি জমিই হোক বা আবাসিক এলাকায় হোক আমরা উপরে ম্যানেজ করেই ইট ভাটা চালাচ্ছি। কৃষি জমিতে সরকারি ভাবে ইট ভাটা করা নিষেধ থাকলেও সেখানে অবাধে পোড়ানো হচ্ছে ইট এবং রাতের বেলায় জনগণের অগোচরে গাছ কেটে খড়ি পোড়ারও অভিযোগ রয়েছে। এতে করে বন উজার হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দেখার কেউ নেই।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।