“রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ থানা নবাবগঞ্জ থানা ও শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায়।”

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
১৫ জানুয়ারী,২০২৩ খ্রিঃ রেঞ্জ ডিআইজির কার্যালয় সম্মেলন কক্ষে জনাব মোঃ আব্দুল আলীম মাহমুদ,বিপিএম,ডিআইজি,বাংলাদেশ পুলিশ,রংপুর রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে ডিসেম্বর/২০২২ মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রংপুর রেঞ্জের ডিসেম্বর/২০২২ এর সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ থানা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা,অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এবং শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায় নির্বাচিত হয়। অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নবাবগঞ্জ থানা এলাকায় জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ,আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে অবদান রাখার জন্য দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা এবং আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রেফতারী পরোয়ানা তামিল,চোর সহ ১৭৮(একশত আটাত্তর)টি অটো চার্জার ভ্যানের ব্যাটারী উদ্ধার ,চোর সহ চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ সার্বিক বিষয়ে অবদান রাখায় সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায়কে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টরের পুরস্কারে ভূষিত করেছে রংপুর রেঞ্জ পুলিশ।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব এস এম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) রংপুর; পিবিআই রংপুর এর অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ সুজায়েত ইসলাম,রেঞ্জ রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার এবং ইন-সার্ভিসের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) বৃন্দসহ রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।