জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু।
জয়পুরহাটে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খেলা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে খেলার
উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হাক্কানী, অতিরিক্ত জেলা প্রশাসক ও শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার আহবায়ক আনোয়ার পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার সদস্য সচিব মাহবুব মুর্শেদুল আলম লেবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার,ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা প্রমুখ। প্রতিযোগিতায় ৪ টি গ্রুপে ২৯ টি ইভেন্টে পাঁচ উপজেলার প্রায় শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৯৮ জন কে মধ্যে সার্টিফিকেট, মেডেল ও পুরস্কার দেওয়া হয়।
মন্তব্য করুন