বোচাগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জেলা প্রশাসকI

Spread the love

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়নের কৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেশ কয়েক জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন তিনি।এসময় উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী সাহা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রক) ডাঃ মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর রহমান, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, ইপিআই টেকনোলোজিস্ট মোঃ বাহারাম হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনসুর আলী, সিএইচসিপি সাজ্জাদুল কোবরাসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, উপজেলার ১৪৪টি অস্থায়ী ও ১টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ১৪৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক যোগে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সরকারের এ কর্মসূচী সফল করায় বোচাগঞ্জবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী সাহা।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।