মাতৃভাষা দিবসে জয়পুরহাটে জামায়াতের আলোচনা সভাI

Spread the love

জযপুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু।

যথাযথ মর্যাদায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট শহর শাখার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার আমির মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথীর বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা আমির মাওলানা ইমরান হোসাইন,শহর নায়েবে আমির ইঞ্জিঃ আব্দুল বাতেন,সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম,রাজনৈতিক সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির সহ আরও নেতৃবৃন্দ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালেএ দেশের তরুণ, ছাত্র ও যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলন দমনের জন্য সে দিন রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মিছিল কারীদের ওপর গুলি চালানোর জন্য নির্দেশ দেয়া হয়।গুলিতে প্রাণ হারিয়ে ছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আরো অনেকেই। সে ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এটা ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলাভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন সার্থক হবে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।