জয়পুরহাটে জাতীয়তাবাদী তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।

Spread the love

 

 

জয়পুরহাট প্রতিনিধি :  ওমর আলী বাবু।

নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা তাঁতীদলের উদ্যোগে র‍্যালি, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের মাছুয়া বাজার থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওহাব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মাসুম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, সাবেক শহর যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলী সানু ও ক্ষেতলাল উপজেলার পৌর তাঁতীদের আহ্বায়ক মিজানুর রহমান,সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা হাসান উদ্দিন তুষার, আনিস ফকির, সাবেক যুব নেতা শহিদুল ইসলাম, কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহবায়ক নাইম ইসলাম প্রমূখ।জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, ‘বর্তমান সরকারের শাসন ব্যবস্থায় কোনো মানুষ শান্তিতে নেই। তেমনি নিন্ম আয়ের মানুষ অর্থাৎ তাঁতী সমাজ চরম দুর্দশায় এবং কষ্টে দিনাতিপাত করছেন। যত দিন যাচ্ছে ততই ধ্বংসের দ্বারপ্রান্তে যাচ্ছে তাঁতশিল্প। সরকার যদি তাঁতশিল্পে নজর না দেয় তাহলে আমাদের ঐতিহ্যের তাঁতশিল্প বিলুপ্ত হয়ে যাবে।’

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওহাব বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে আগুন লেগেছে। এত করে তাঁতীদের ভালো পুষ্টিমান খাবার কিনতে হিমশিম খাচ্ছে। কেউ কোটিপতে হবে আর কেউ না খেয়ে মরবে এর নাম গণতন্ত্র হতে পারে না। অবিলম্বে সরকারের কাছে দাবি জানাই দ্রব্যমূলের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে এবং তাঁতশিল্প মান উন্নয়ন করতে বিশেষ ব্যবস্থা করতে হবে।

 

 

 

 

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।