জয়পুরহাট প্রতিনিধি : ওমর আলী বাবু।
জয়পুরহাটে দূর পাল্লার বাস শ্যামলী পরিবহন তিন চাকার ব্যাটারীচালিত অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে ও অটোভ্যান চালক গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার পুরানাপৈল এলাকার গতনশহর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, পাঁচবিবি উপজেলার আটাপুর গলাকাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৫) ও আহত অটোভ্যান চালক হলেন, একই এলাকার মৃত কোবাত আলীর ছেলে বাবু হোসেন (৩২)।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট-পাঁচবিবি সড়কের গতনশহর এলাকায় দূর পাল্লার বাস শ্যামলী পরিবহন জয়পুরহাট থেকে পাঁচবিবি যাওয়ার পথে আলু বোঝাই অটোভ্যান নিয়ে বিপরীত দিক থেকে আসার সময় অটেভ্যানটিকে চাপা দিলে অটোভ্যান চালকের ভাতিজা ফারুক হোসেন ঘটনাস্থলে মারা যায় এবং অটোভ্যান চালককে আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান , দূর পাল্লার বাস শ্যামলী পরিবহন ব্যাটারীচালিত আলুবোঝাই অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং অটোভ্যান চালক গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ঘাতক গাড়ির চালক যাত্রীদের রাস্তার মাঝে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। চালক ও গাড়িকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন