জয়পুরহাট প্রতিনিধি: ওমর আলী বাবুI
স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ গান নিয়ে জয়পুরহাটে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর বাস্তবায়নে ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেনসদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথী ,সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, , জয়পুরহাট ডেইরী ফারমার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি সাদমান আলিফ মিম রায়হান জয় প্রমুখ।
প্রদর্শনীতে বড়, মাঝারি, ছোট তিন ক্যাটাগরীতে ২৮ টি স্টলের মাধ্যমে ফ্রিজিয়ান গরু, ঘোড়া, ব্লাক বেঙ্গল ছাগল,
বিভিন্ন সৌখিন পাখি কবুতর,ময়নাসহ নানা প্রজাতির প্রাণী প্রদর্শনী করা হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন প্রাণী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক খামারিদের কে বিভিন্ন ধরণের উপকরণ ও প্রযুক্তিগত সহযোগীতা প্রদান করা এবং এ কার্যক্রমের মাধ্যমে প্রাণী সম্পদ অধিক উৎপাদনশীল উন্নত জাতের পশু-পাখি এবং পালনের মাধ্যমে লাভবান হওয়ার জন্য উৎসাহিত করাই হচ্ছে এ প্রদর্শনীর লক্ষ্য। ।
মন্তব্য করুন