নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনেই নির্বাচন চাই —– বুলবুল।

Spread the love

 

 

 

জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতি, দমন-নিপীড়ন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি এবং গণ-বিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে পদযাত্রা করেছে জয়পুরহাট জেলা বিএনপি।

শনিবার বিকেলে ষ্টেশন চত্বর থেকে পদযাত্রার বিশাল মিছিল বের করে দলীয় কার্যালয়ের গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি’র সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

এ সময় জেলার ৫ উপজেলা বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল নিয়ে পদ যাত্রা অংশগ্রহন করে।

প্রধান অতিথি বলেন, দেশে গনতন্ত্র ও মৌলিক অধিকার নেই। এ অধিকার প্রতিষ্ঠা এবং দিনের ভোট দিনেই দেওয়ার ব্যবস্থা করতে বিএনপি’র এ পদযাত্রা। রাষ্ট্রের কর্মকর্তারা জনগণের টাকায় বেতন নেয় তারা সে জনগণকেই আওয়ামীলীগের ইশারাই-ইঙ্গিতে জনগনকেই অন্যায় ভাবে নির্যাতন করছে। এ নির্যাতন-নিপীড়ন বন্ধে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি দাবী জানান তিনি।

তিনি আরো বলেন, গণ-বিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারে এ আন্দোলন অব্যাহত থাকবে।

 

 

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।