জয়পুরহাটে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা I

Spread the love

জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু I
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে জয়পুরহাটে জাতীয়  বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা এবং বীমা দাবীর চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিপি মোমিন আহম্মেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমজাদ হোসেন, সাংবাদিক শাহাজাহান সিরাজ মিঠু, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর লিমিেেডর জেনারেল ম্যানেজার এস এম শফিকুল ইসলাম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জোনাল ম্যানেজার হারুন অর রশীদ, সাধারন বীমা কর্পোরেশনের ম্যানেজার হারুনুর রশীদ, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ফৈরদৌস হোসেন সহ অন্যরা।
র‌্যালি ও আলোচনা সভায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডসহ জেলার সকল সরকারি-বেসরকারি জীবন বীমা ও সাধারণ বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী অংশ নেন। আলোচনা সভা শেষে মেয়াদউর্ত্তীন বীমা দাবীর চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কারন বীমা সকল শ্রেনীপেশার মানুষকে স্বাভাবিক জীবন যাপনে প্রতিবন্ধকতা অতিক্রমে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ভমিার টাকা সঠিক সময়ে পরিশোধের ব্যবস্থা গ্রহন করতে হবে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।