জয়পুরহাট প্রতিনিধিঃওমর আলী বাবু
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বালিঘাটা হাট ইজারা দেওয়ায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১২ টায় গরু হাট চত্বরে পাঁচবিবি নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঁচবিবি নাগরিক কমিটির আহবায়ক দেওয়ান সিরাজুল ইসলাম জানান, পাঁচবিবি পৌরসভার বালিঘাটা হাট-বাজার ঢোঁল সহরত, নোটিশ বোর্ডে টেন্ডার বিজ্ঞপ্তি ও মাইকিং না করেই গোপনীয়ভাবে ইজারা দিয়েছেন পৌর মেয়র হাবিবুর রহমান । ৫ কোটি টাকা দিয়ে অন্য ইজারাদার হাট নিতে চাইলেও মেয়রের পছন্দের ইজারাদারকে দেওয়া হয় মাত্র ২ কোটি ৫৭ লাখ টাকায়। যার থেকে থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাবে সরকার। তাই হাটটি আবার পুনঃটেন্ডার দেওয়ার দাবি জানান তারা।।
এসময় স্থানীয় ওয়ার্ড কমিশনার আরিফ রাব্বানী ও সংগঠনের যুগ্ন আহবায়ক এস,কে আব্দুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন, নাগরিক কমিটির সভাপতি সিরাজুল আমার প্রতিপক্ষ মেয়র প্রার্থী ছিল ও নৌকা মার্কার বিরূদ্ধে ভোটের সরযন্ত্র করে আমাকে হারানোর চেষ্টা করছে। সে রাজনৈতিক প্রতিহিংসায় এসব করছে। হাটের ইজারা সকল নিয়ম মেনে হয়েছে। আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, সত্য নয়।
মন্তব্য করুন