জয়পুরহাট প্রতিনিধি:ওমর আলী বাবুI
স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে জয়পুরহাট পুলিশ লাইনস্ ড্রিলসেড এ স্কুল মিল্ক ফিডিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফারজানা হোসেন, জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডা. খুরশিদ আলম,জেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি কর্মকর্তা ডা. রুস্তম আলী,শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইনস হাইস্কুল এর প্রধান শিক্ষক আব্দুল হান্নান প্রামাণিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দুধ একটি আদর্শ পুষ্টিকর খাদ্য। তাই সবাইকে সুস্থ থাকতে প্রতিদিন দুধ পান করা উচিত। দুধ পান করলে শরীরের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইনস হাইস্কুল ও পুলিশ লাইনস প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে তরল প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়।
মন্তব্য করুন