পাঁচববিবিতে জামায়াতের পক্ষথেকে গাভী বিতরণ।।

Spread the love


জয়পুরহাট প্রতনিধিঃ ওমর আলী বাবু>
জয়পুরহাট জেলার পাঁচববিবি উপজেলারর মোহাম্মাদপুর ইউনিয়নের বিধবা খাদিজা বেমকে বাংলাদশে জামায়াতে ইসলামীর পক্ষ থকেে গাভী উপহার দেয়া হয়েছে সোমবার বিধবার বাড়িতে এউপহার প্রদান করা হয়।
এসময় উপস্হতি ছিলেন বাংলাদশে জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীরও জয়পুরহাট-১ আসনরে সংসদ সদস্য প্রাথী ফজলুর রহমান সাঈদ, পাঁচবিবি উপজলো পরিষদরে সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর  রহমান, উপজেলা জামায়াতের আমীর সুজাউল করিম  সদর উপজেলা জামায়াতের আমীর মাও .ইমরান হোসেন সহ অন্যান্যরা।
ডা. ফজলুর রহমান সাইদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন  আমাদেরকে শ্রেষ্টজীব ও অনেকগুলো সামাজিক র্কতব্য নির্ধারণ করে সৃষ্টি করছেন।পরস্পরের  সম্মান, র্মযাদা ও নিরাপত্তার জন্য ইসলাম মানুষকে সামাজিকতা, দয়া-মায়া ও ভালোবাসা, হৃদ্যতা এবং সৌর্হাদ্যতার অনুশীলনে উদ্বুদ্ধ করছেন। আমরা যে র্অথ-সম্পদর মালিক  দাবি করি এ অর্থের মালিক আমরা নই, বরং প্রকৃত মালিক  আল্লাহ।

আল্লাহ তায়ালা সামাজিক বিধিবিধানকে গুরুত্ব দিয়ে নামাযের পরই যাকাতের কথা বলছেন। তুমি যেসম্পত্তি পছন্দ কর, সে সম্পদ ব্যয় কর তোমার নিকটাত্মীয়দের  মধ্যে গরীব যারা,এছাড়া ফকির, মুসাফির, দুস্থ, অসহায় মানুষদের জন্য ব্যয় করতে বলা হয়ছেে ।ইসলাম একদিকে  ব্যক্তিগত ভাবে দান খয়রাত ও পারস্পরকি সহযোগিতা করতে বলছেন।আবার রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছেন স্বচ্ছলদের  কাছ থেকে  যাকাত আদায়করে অস্বচ্ছলদের ঘরে পৌঁছে দিতে

তিনি আরো বলেন  মানুষের  তৈরী মতবাদ, অসৎ ও অযোগ্য নেতৃত্ব দিয়ে জাতির ভাগ্যর কোনো পরিবর্তন  হবেনা।আমাদের মহান স্বাধীনতার যে মূলমন্ত্র বেষম্যহীন, শোষণ মুক্ত সমাজ।সৎযোগ্য আর্দশ মানুষের নেতৃত্বে সমাজ পরিবর্ত নের আন্দোলনে নামতে হবে জামায়াত সারর্থের আলোকে ক্ষতিগ্রস্থদের  সহযোগিতা করছে পাশাপাশি আমরা সমাজের বিত্তবানদের আহ্বান জানাই; ‘আসুন, রমযান মাসে একটি কল্যাণ রাষ্ট্রপ্রতিষ্ঠায় যাকাত ভিত্তিক অর্থ নিতির প্রচলন করি যাকাত আদায় ও প্রতষ্ঠিার মাধ্যমে শোষণ মুক্ত ইনসাফর্পূণ একটি সমাজ প্রতিষ্ঠার দিকে অগ্রসর হই।সেলক্ষ্যইে জামায়াতে ইসলামী কাজ করছে
জামায়াতের পক্ষথেকে  উপহার পেয়ে  কৃতজ্ঞতা প্রকাশ করে খাদিজা জানান,আমার অভাবের এ সংসারে জামায়াতে ইসলামী গাভী উপহারদিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন তা প্রকাশ করার ভাষা আমার নেই।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।