ঘোড়াঘাটে বন বিভাগের ৪’শ ৫৪ একর জমি বেদখল দেখার কেউ নেইI

Spread the love


ঘোড়াঘাট ( দিনাজপুর ) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বন বিভাগের ৪’শ ৫৪ একর জমি বেদখল দেখার কেউ নেই বলে অভিযোগ উঠেছে। ওই জমির দিকে তাকালে কাঁচা পাকা টিনের বেড়া দেয়া বাড়ী ছাড়া আর কিছুই দেখা যায় না। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ও সাহেবগঞ্জ মৌজায় বন বিভাগের জমিগুলো রয়েছে। তৎকালীন থেকে এ পর্যন্ত যে অফিসারগুলো ঘোড়াঘাট বন বিভাগের দায়িত্বে ছিল তারা এলাকার স্থানীয় লোকজনের নিকট অলিখিত ভাবে ৫, ১০, ১৫ শতাংশ জমির পজেশন বন বিভাগের লোকজন বিক্রি করে গেছে। বর্তমানে ১ একর জমিও নেই ঘোড়াঘাট বন বিভাগের হাতে। ঘোড়াঘাট বন বিভাগের জমির দিকে তাকালে শুধু কাঁচা পাকা টিনের বেড়া দেয়া বাড়ী চোখে পড়ে। বন বিভাগের জমিতে গাছ নেই, বর্তমানে বাড়ী ঘর রয়েছে। এ ব্যাপারে বর্তমান ঘোড়াঘাট বন বিভাগের দায়িত্বে থাকা পশিউল আলমের সঙ্গে কথা বললে সে জানান, আমি বন বিভাগের জায়গা বিক্রি করিনি। আমার আগে যারা ঘোড়াঘাট বন বিভাগের দায়িত্বে ছিল তারাই ওইসব জমির পজেশন বিক্রি করে গেছেন। দেখার কেউ নেই।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।