একদল ডাকাতি করে, অন্যদল ডাকাতিকৃত মাল বিক্রি করে ।

Spread the love

 

মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তজেলা ডাকাত দলের ১২ জন সদস্য গ্রেফতার, ডাকাতিকৃত ২৩১ বস্তা চাল এবং চাল বিক্রির ২১৬৪৫০/টাকা জব্দ করে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২২/০৩/২৩ তারিখ আনুমানিক ০১.৩০ ঘটিকায় নওগাঁ সদর থানার নওগাঁ-বগুড়া বাইপাস মহাসড়কের ইকরতারা নামক স্থানে গাছের গুঁড়ি ফেলে ৭/৮ জন ডাকাত চালক ও হেলপারকে বেঁধে রেখে একটি চাল বোঝাই ট্রাক ডাকাতি করে। ট্রাকটি ৪০০ বস্তা আতব চাল নিয়ে গাইবান্ধা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে রাত ১ টার পরে নওগাঁ সদরের বাইপাস সড়কের ইকরতারা নামক স্থানে পৌছলে ডাকাত দল রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ট্রাকটি থামিয়ে ড্রাইভার এবং হেলপার কে ট্রাক থেকে নামিয়ে মাঠের মধ্যে হাত পা বেঁধে জিম্মি করে রাখে এবং ২ জন ডাকাত ট্রাকটি নিয়ে চলে যায়। প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা পর বাকি ডাকাতরা ড্রাইভার এবং হেলপার কে সেখানে ফেলে রেখে চলে যায়। ভোরে ড্রাইভার এবং হেলপার কৌশলে তাদের হাতের বাঁধন খুলে পাশে লোকালয়ে গিয়ে বিষয়টি জানালে তারা সকালবেলা পুলিশকে জানায়। এ সংক্রান্ত নওগাঁ সদর মডেল থানা একটি মামলা দায়ের হলে সাথে সাথেই নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাশিদুল হক এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে পুলিশ ডাকাতদের সনাক্ত করার জন্য কার্যক্রম শুরু করে। একপর্যায়ে বগুড়া জেলার শেরপুর থানার রানির হাট নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। এরপর প্রযুক্তি এবং সোর্সকে কাজে লাগিয়ে পুলিশ নিশ্চিত হয় যে, ডাকাতিকৃত চাল শেরপুর থানার একটি গোডাউনে আনলোড করা হয়েছে। সেখানে অভিযান চালিয়ে ডাকাতিকৃত চালের ক্রেতা আব্দুল মজিদ ও সোহানুর রহমান সোহাগকে গ্রেফতার করে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সোহাগের বাড়ী থেকে ৯০ বস্তা চাল এবং বগুড়া সদরের নিশিন্দারা হতে ২০ বস্তা চাল উদ্ধার করা হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ গাজিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম একযোগে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফৌজিয়া হাবিব খান, ওসি সদর ফয়সাল ও ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল গফুরের নেতৃত্বে গত ২৯/০৩/২০২৩ তারিখ কাহালু থানা এলাকা থেকে শাজির উদ্দীন মন্ডল ওরফে মিলনকে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তির ভিত্তিতে কাহালু এবং বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১১ বস্তা চাল উদ্ধার করে। এরপর ২৯/০৩/২০২৩ তারিখে ডাকাত জিয়াকে কাহালু থানা এলাকা থেকে এবং ডাকাত শাজাহান ওরফে লালন, মেহেদী এবং ইউসুফকে জয়পুরহাট জেলার আক্কেলপুর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়। ডাকাত মেহেদী হাসান ও ইউসুফ বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতরাতে বগুড়া সদরে অভিযান চালিয়ে ডাকাত মাহফুজ, রাজু পালোয়ান এবং রতনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু পালোয়ান কে নিয়ে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিকৃত চাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত শরিফকে গ্রেফতার করে তার স্বীকারোক্তির ভিত্তিতে তার কাছ থেকে চাল বিক্রির ২১৬৪৫০ টাকা জব্দ করা হয়েছে।

উল্লেখ্য যে,১৫/১৬ জনের আন্তজেলা ডাকাত দল ২ ভাগে বিভক্ত হয়ে ৮ জনের ১টি দল সরাসরি ঘটনাস্থলে থেকে ডাকাতি করে। অন্য দলটি বিভিন্ন জায়গায় চাল পরিবহন ও বিক্রি করে।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।