ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জমির ধান কাটা নিয়ে মারপিট আহত ৪ হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার শাপাড়া গ্রামের আবু বকর (৫০) তার ৬৪ শতাংশ জমি তিন মেয়েকে তিন বৎসর পূর্বে দলিল মুলে লিখে দেয় এবং তারা জমি পাওয়ার পর ভোগ দখল করে আসছিল। এর এক পর্যায়ে একই গ্রামের বাবুল আকতার (বাবু), কামরুজ্জামান (রাজু), আমিনুল ইসলাম ও সাকাওয়াত হোসেন সহ উলেখ্যরা ওই জমিতে ভাগ পায় বলে মিথ্যা অভিযোগ করে আসছিল। যার মৌজা বলগাড়ী, জেএল নং ৩১, খতিয়ান নং ৬১৯, দাগ নং ২১৬৫ ও ২২৫৭। উলেখিত দাগের জমিতে আবু বকর সহ তার মেয়েরা ধান কাটার সময় আসামীরা গত ১২/০৫/২০২৩ তাং এ দুপুর ১২টায় দেশীয় ধারালো অস্ত্র সামুরায় নিয়ে জমিতে গিয়ে আবু বকর ও তার দুই মেয়ে বিথি আক্তার, মিম আক্তার ও জামাই সাইফুল ইসলামকে মারপিট করে গুরুত্বর জখম করে জমিতেই ফেলে যায়। স্থানীয় লোকজন তাদেরকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। এর পর আবু বকরের অবস্থা আশঙ্কাজনক দেখা দেয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আবু বকরের মেয়ে মিম আক্তার বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে।
মন্তব্য করুন