ঘোড়াঘাটে বাজার মনিটরিং না থাকায় পিঁয়াজ চিনির দাম বৃদ্ধি I

Spread the love

 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বাজার মনিটরিং না থাকায় পিঁয়াজ ও চিনির দাম আবারো বৃদ্ধি হওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের হাট, ওসমানপুরের হাট, বলগাড়ীর হাট, কানাগাড়ীর হাট, ডুগডুগির হাট, ঘোড়াঘাট পৌর বাঘের হাট সহ উপজেলার হাট বাজার গুলো ঘুরে দেখা যায় যে, পিঁয়াজ বিক্রি করা হচ্ছে কেজি প্রতি ৭৫ থেকে ৮০ টাকা পর্যন্ত, চিনি কোন কোন দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করা হচ্ছে কেজি প্রতি ১২৫/১৩০/১৩৫ টাকা পর্যন্ত। এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলার পিঁয়াজ ও চিনি ক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ভোক্তা অধিকারে বাজার মনিটরিং থাকলেও ঘোড়াঘাট উপজেলায় বাজার মনিটরিং না থাকায় দোকান ও ব্যবসায়ীরা যার যা ইচ্ছামত কেজিতে বেশি দাম নিয়ে পিঁয়াজ, চিনি বিক্রি করছে। দেখার কেউ নেই।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।