নবাবগঞ্জে নতুন বইয়ের মোড়ক উন্মোচন I

Spread the love

মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

লেখালেখি মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে আবার কেউবা লেখে শিক্ষার্থীদের কল্যাণে। মো: আনিসুর রহমান লিখেছেন মনের আনন্দে সরল অভিব্যক্তি প্রকাশের জন্য শিক্ষার্থীদের কল্যাণে একটি সহায়ক বই। বইটি নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক ধাচের।মূল বইয়ের পাশাপাশি বোর্ড পরীক্ষা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় শিক্ষার্থীদের উপকারে আসবে। এমন মন্তব্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছেন বক্তারা।

আজ শনিবার নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে মো: আনিসুর রহমান রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারুল বেগম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দিলীপ কুমার সাহা, হিমাচল প্রকাশনীর প্রকাশক মো: ফরিদুল ইসলাম, স্থানীয় পুস্তক বিক্রেতাগণ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক মন্ডলী, স্থানীয় শিক্ষানুরাগী ব্যাক্তি বর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

পুরো অনুষ্ঠান টি উপস্থাপনা করেন প্রভাষক মনোয়ার হোসেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।