পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সুগার মিলের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা।
বুধবার ( ৭ জুন ) সকালে সুগার মিল শ্রমিক কর্মচারীদের অফিস ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরা হয়। মিছিলটি সুগার মিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
এ সময় বক্তারা বলেন, পঞ্চগড় সুগার মিলে ২৬৭ জন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীর ১০ কোটি টাকা বকেয়া রয়েছে। চাকুরি জীবন শেষ করলেও আজ পর্যন্ত গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ টাকা তারা পায়নি। এতে করে শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। সমাবেশে অবিলম্বে বকেয়া টাকা পরিশোধ করার জোর দাবী জানানো হয়।
সমাবেশে পঞ্চগড় সুগার মিল অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি মোঃ নাইবুল হক, সাধারন সম্পাদক মোঃ শহিদুল্লাহ-২, অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ এর সাধারন সম্পাদক ফেরদৌস ইমাম সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ সমাবেশ শেষে পঞ্চগড় সুগার মিল কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
এবিষয়ে পঞ্চগড় সুগারমিল এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, উদ্বোতন কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নিবো।
মন্তব্য করুন